বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারে মাকে মারধর করার পর গলাটিপে হত্যার অপচেষ্টায় কল্লোল চন্দ্র ধর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার জানান, ভীমশি গ্রামের সবিতা ধরের ছেলে কল্লোল চন্দ্র ধর মূলত মাদকাসক্ত। মাদক কেনার টাকা না দেওয়ায় উত্তেজিত হয়ে সে মাকে গালিগালাজ ও মারধর করতে থাকে। একপর্যায়ে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যার অপচেষ্টাও চালায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন সবিতা ধরকে তার হাত থেকে উদ্ধার করে। পরে মা মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
মা সবিতা ধর জানান, নেশার টাকা না পেয়ে সে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতো। যা কোনো ছেলে মায়ের সঙ্গে করে না। এতে তিনি বাধ্য হয়ে তার বিরুদ্ধে মামলা দেন।
তিনি আরো জানান, সে জেলে থাকলে তিনি শান্তিতে থাকবেন।