শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

মৌলভীবাজার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কবিতা রানী কলিতা নামের অবসরপ্রাপ্ত এক পরিবার পরিদর্শিকার মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মূল বাড়ি রাজনগর উপজেলায়। তিনি জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন সংলগ্ন ভাইয়ের বাসায় বসবাস করতেন।

প্রতিবেশীরা জানান, মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে কবিতা রানী কলিতা ঘুম থেকে উঠে ঘর মোছার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। বাসায় থাকা ছোট ভাইয়ের ছেলে বিষয়টি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মৃতের বাড়িতে পরিদর্শনে গেছে। কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs