শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সড়ক মেরামতের কাজ দ্রুত শেষ করার আশ্বাস পেয়ে ময়মনসিংহ বিভাগের চার জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি।
রবিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও জিলা মটর মালিক সমিতির যৌথ সংবাদ সম্মেলনে নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান জানান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবের অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং বিভাগীয় কমিশনার আগামী বুধবার (২৬ জানুয়ারি) আলোচনা আহ্বান জানিয়েছেন। এ কারণে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, সম্পাদক সোমনাথ সাহা, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা।
উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর-টঙ্গী অংশে দীর্ঘদিন ধরে যানজট ও সড়কের বেহাল দশাতে ভোগান্তির শিকার হয়ে ক্ষুব্ধ পরিবহন মালিক সমিতি এ ধর্মঘট আহ্বান করেছিল।
এরও আগে ২ জানুয়ারি পরিবহন মালিক সমিতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ জানুয়ারির মাঝে মহাসড়কের ওই অংশের সংস্কার দাবি করেছিল। মোটর মালিক সমিতি জানায়, মহাসড়কের ওই অংশের জন্য আড়াই ঘণ্টার এ যাত্রাপথে এখন সময় লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা।
এদিকে, পরিবহন ধর্মঘট স্থগিত হওয়ায় সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি নেমে এসেছে। তবে সাধারণ যাত্রীরাও মহাসড়কের ওই অংশের ভোগান্তি দূর করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।