সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ রাঙ্গামাটির কাউখালীতে অভিযান চালিয়ে ৯ কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় এক গাঁজা চাষীকে আটক করা হয়েছে। ধ্বংস করা গাঁজার পরিমাণ প্রায় ৬ হাজার কেজি বা ৬ টন।
সোমবার ঐ উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঢেবাছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘাগড়া ইউনিয়নের দুর্গম ঢেবাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে পালানোর সময় গাঁজা চাষি জ্যোতি লাল চাকমাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষ করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাকে আটকের পর বিশাল গাঁজা ক্ষেত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।