বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধিঃ পানির ওপর বিছানো থালার মতো গোলাকার সবুজ পাতার ফাঁকে ফাঁকে লম্বা ডগার ওপর লাল সাদা পদ্ম। অসংখ্য পাপড়ির চমৎকার বিন্যাসে সজ্জিত একেকটি পদ্ম যেমন সুগন্ধি ছড়ায়, তেমনি যেকোনো মানুষের হৃদয় কাড়ে সহজেই। এই অপরূপ সৌন্দর্য্য নিয়ে সাড়া ফেলেছে বুড়োর বিলের গোলাপি পদ্ম।
পদ্ম ফুল শুধু যে বিশুদ্ধতা, সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক হিসেবে মানুষের মনোহরণই করে তা নয়, খাদ্য ও ওষুধি গুণ হিসেবে পদ্ম আজ সারা বিশ্বে সমাদৃত।সরেজমিন গিয়ে দেখা যায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউপি মটবাড়িয়া পদ্ম বিলে দেখা যায় কয়েক একর পতিত জমিতে হাজার হাজার গোলাপি পদ্ম ফুল ফুটে আছে। পদ্মের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন। দলবেঁধে ঘুরে বেড়াচ্ছেন বুড়োর বিলে। দেখতে আসা দর্শনার্থীরা নিজেদের ইচ্ছামতো স্মৃতিটুকু ধরে রাখতে ক্যামেরাবন্দি হচ্ছেন। তাই হয়তো পদ্ম কাটার যন্ত্রণা ও এর স্পর্শ থেকে আটকে রাখতে পারে না যেকোনো বয়সের মানুষকে। জানা যায় প্রথম দিকে ঘুরতে আসা দর্শনার্থীরা ফুল ছিঁড়ে নিয়ে যেতেন। এতে বিলের সৌন্দর্য নষ্ট হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষে থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বালিয়াকান্দি থেকে ঘুরতে আসা দর্শনার্থী রিয়াজ মিয়া বলেন, হঠাৎ ঘুরতে এসে বুড়োর বিলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। স্থানীয়দের কাছে শুনেছি এখানে নাকি অনেক আগে থেকেই প্রকৃতিকভাবে পদ্ম ফুল ফুটে থাকে। তেমন জানা ছিলো না তাই মানুষ তেমন দেখতে আসতো না। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মানুষ জানতে পেরেছে প্রতিদিন অনেক লোক দেখতে আসে। আমরাও কয়কজন বন্ধু বিল এই পদ্ম ফুল দেখতে এসেছি। বিলের দৃশ্য সত্যি অত্যন্ত চমৎকার।রাজবাড়ী শহর থেকে আসা আকমল শেখ বলেন, এই বিল সাধারণত স্থানীয়দের কাছে বুড়োর বিল নামেই পরিচিত। বিলে প্রতিবছর অসংখ্য পদ্মফুল ফোটে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। এই বিলে ফুটে থাকা পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছি। এসে খুবই ভালো লাগছে। তবে বিলে ঘোরাঘুরি করার মতো কোনো নৌকার ব্যবস্থা নেই। নৌকা থাকলে দর্শনার্থীরা ফুলের কাছে গিয়ে সৌন্দর্য উপভোগ করতে পারতেন।সাব্বির খান নামের আর একজন দর্শনার্থী বলেন, বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি পদ্ম বিলের সৌন্দর্য দেখে অনেক ভালো লেগেছে। এখানে অনেকেই ফুল ছিঁড়ে নিয়ে যেতো এখন উপজেলা প্রশাসন থেকে ২ জন বিট পুলিশ দিয়েছে। যার কারণে কেউ ফুল ছিঁড়তে পারছে না এতে বিলের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
পদ্মবিল পাড়ের বাসিন্দা রকিবুল হাসান বলেন, বিভিন্ন জেলা-উপজেলা থেকে মানুষ পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে আসেন। যাতায়াত ব্যবস্থা ভালো হলে এখানে অনেক পর্যটক আসবে। জন্মের পর থেকেই এই বিলে পদ্ম ফোটা দেখছি। এটাকে অনেকে বুড়োর বিল বলে, আমরা বলি পদ্মবিল। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, ছবি তোলে। সকাল-বিকেল পদ্মফুল দেখে অনেক ভালো লাগে।বালিয়াকান্দির ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, ইসলামপুর ইউপির মাঠবাড়িয়া পদ্মবিলে গত দুই বছর ধরে শত শত পদ্ম ফুল ফুটতে দেখা যাচ্ছে। যেহেতু সম্প্রতি ফুল ফুটতে দেখা যাচ্ছে সেহেতু এখন পর্যন্ত পদ্ম ফুল সংরক্ষণের কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তবে ভবিষতে কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা সেটা বিবেচনাধীন আছে।