রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন

রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামে নির্মমভাবে ভাইকে খুন

স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহজাহান মিয়া (৪০) নামে ভাইকে কুপিয়ে হত্যা করেছে অপর ভাইয়েরা। ঘটনার পর থেকেই ঘাতকরা পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। শুক্রবার (৬ মে) বেলা ২টার দিকে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শুকচর গ্রামের মহরম আলীর ছেলে শাহজাহান মিয়ার সাথে তার ভাই জয়নাল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে শুক্রবার বেলা ২টার দিকে বাক বিতন্ডার এক পর্যায়ে শাহজাহানকে তার ভাই জয়নাল ও চাচাতো ভাই আসকির মিয়াসহ কয়েকজন কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। ওসি আরো জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs