শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজীব আহমেদ রিংগণের নেতৃত্বে ভোলা জেলায় পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের হত্যার প্রতিবাদে হবিগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শক্রবার বিকেলে শায়েস্তানগর ঈঁদগা মোড় থেকে কোর্ট মসজিদ অভিমুখে একটি বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, শাহ্ রাজীব আহমেদ রিংগন। প্রতিবাদ সমাবেশে তিনি বলেন জনগনের যুক্তিক অধিকার আদায় আন্দোলন করতে গিয়ে ভোলায় জেলায় পুলিশের গুলিতে দুই সহযোদ্ধা শহীদ হয়েছে। এ দেশের মানুষ এই সরকারের পতন চায়। উল্লেখ্য, গত ৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ছিল। ভোলায় বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ গুলি চালালে বিএনপি দুইজন নিহত সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়।। এ নিয়ে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে আসছে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন বক্তব্যের এক পর্যায়ে তিনি ছাত্রসমাজকে সাথে নিয়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলতে হবে । তিনি আরো বলেন ছাত্রদলের সাংগঠনিক অভিবাবক জনাব তারেক রহমান এর নেতৃত্বে রাজপথেই আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পূণরূদ্ধার ও সকল হত্যার বিচার আদায় করা হবে। মামলা হামলা খুন গুম দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ রুহেল হাসান জনি’র সভাপতিত্বে ও শাহ মাজহারুল ইসলাম রাব্বির পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জসিম মাহমুদ, যুগ্ন-সম্পাদক রাজিব আহমেদ হৃদয়, আমিনুল ইসলাম,হবিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ফয়জুর রহমান ইব্রাহিম, সদর থান ছাত্রদলের যুগ্ন-আহবায়ক জাহেদুর রহমান সাগর, সাইফুল ইসলাম, অভি আহমেদ, সুমন মিয়া, জামিল চৌধুরী,খলিলুর রহমান মাসুম, জাকির মিয়া, সফিক আহমেদ, সোহাগ আহমেদ, আব্দুল বাতেন মোক্তার, আশরাফুল ইসলাম শাকিল,মোস্তাক আহমেদ, ফজলে রাব্বি,কপিল আহমেদ, মজিদ মিয়া, অলিউডর রহমান, শিপন আহমেদ,মাহিন আহমেদ প্রমুখ