মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
মোঃ মোতাববীর হোসেন শায়েস্তাগঞ্জ বাণী সংবাদদাতা: – শায়েস্তাগঞ্জ হতে পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা সোমবার (১৫আগস্ট) এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতার হওয়া ব্যাক্তি সদর থানার দক্ষিণ চরহামুয়া এলাকার মৃত মো: কারাম উল্লাহর ছেলে মো: সাহেব আলী। সদর থানার প্রতারণা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ছিল সে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।