মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:১৫ অপরাহ্ন

লাখাইয়ে কোটি টাকায় নির্মিত সড়ক উদ্বোধন করলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মেরামত করা ভাদিকারা আরএইচডি থেকে ফান্দাউক বাজার পর্যন্ত সড়ক উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনি এই সড়কের উদ্বোধনী ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নেন। এমপি আবু জাহির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে রাস্তাটি নির্মাণ করিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, যুগ্ম আহবায়ক রাজিব কান্তি রায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুক তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদ, শাখাওয়াত হোসেন ফারুক, সোহেল আমিন প্রমুখ।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় সংসদ সদস্য বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরেন এবং এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
পরে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম চরহামুয়া শাহী জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভায় অংশ নেন। সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল এবং ইউপি চেয়ারম্যান বুলবুল খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.