News
- ১৬ নভেম্বর, ২০২৩ / ১৭ দেখেছেন
বিল্লাল আহমেদ লাখাই থেকে, লাখাইয়ে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সোহেল রানা নামে এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার বেগুনাই মাদনা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা ৯ম শ্রেণির জনৈক ছাত্রীকে জোরপূর্বক জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে এবং গতকাল বুধবার বিষয়টি জানাজানি হয়।
বেগুনাই মাদনা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব জানান বিষয়টি শুনছি, তবে ঘটনা টি সত্য মিথ্যা এই মুহূর্তে বলতে পারতেছিনা। ম্যানেজিং কমিটির সভাপতি, ইউএনও মহোদয় কে বিষয়টি অবগত করেছি।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, আমি এ বিষয়ে খোঁজ খবর নিয়েছি এবং সন্ধায় বেগুনাই মাদনা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব এবিষয়টি আমাকে অবগত করেছেন।
আমি ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুনু মিয়া জানান, এ বিষয়ে ছাত্রীর বড় ভাই রনি বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এফআইআর গন্যে মামলা রুজু করা হয়েছে এবং আসামী সোহেল রানা কে গ্রেফতার করা হয়েছে।