বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন

লাখাইয়ে ঝন্টু লাল দাশ স্মরণে শোক র‍্যালি ও সভা

লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার স্বনামধন্য চিকিৎসক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর লাখাই উপজেলা কমিটির সভাপতি ডা. ঝন্টু লাল দাশের স্মরণে শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি বুল্লাবাজার শাখার আয়োজনে এই শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৫ মে) সকালে শোক র‍্যালির পর দুপুরে বুল্লাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য আলী আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহীন্দ্র চন্দ্র দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক এর লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন, বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব, লাখাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসীন সাদেক।

প্রয়াত ডা. ঝন্টু লাল দাশের স্মরণে আলোচনায় অংশ নেন ডা. ধীরেন্দ্র চন্দ্র গোপ, সুশাসনের জন্য নাগরিক এর লাখাই উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সমিতির কোষাধ্যক্ষ দীপক দেব, ডা. আলী রাজা, ডা. আনন্দ মোহন দাস, ডা. গাজীউর রহমান গাজন, ডা. আশিক এলাহী, ডা. আব্দুন নূর, ডা. অনুকূল দাস, ডা. পংকজ ঘোষ, ডা. রাসেল আহমেদ, ডা. মোহাম্মদ শাহজাহান, ডা. রুবেল মিয়া, ডা. বিচিত্র রঞ্জন দেব, ডা. ছোটন সরকার, ডা. তপন মোদক, ডা. হৃদয় মোদক, ডা. বিপ্লব গোপ, ডা. অসিত ভট্টাচার্য, ডা. আনজু মিয়া, ডা. শাখাওয়াত হোসেন সাবাল, ডা. মিন্টু গোপ, ডা. নারায়ন গোপ, ডা. সঞ্জয় দাশ, ডা. নিতিশ গোপ, ডা. সুশান্ত দাস, ডা. বিশ্বজিৎ সরকার, ডা. সুজিত সূত্রধর, ডা. নির্মল দাস প্রমুখ।

সভায় আলোচকবৃন্দ বলেন। প্রয়াত ডা. ঝন্টু লাল দাশ ছিলেন প্রগতিশীল চিন্তার সৃজনশীল সাদামনের মানুষ। তিনি দীর্ঘ ২০ বছর যাবত লাখাইয়ের স্থানীয় বুল্লাবাজারে চিকিৎসাসেবা দিয়ে এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তাঁর মতো একজন মহৎ, সদালাপী ও আন্তরিক সহযোগিতামূলক মনোভাবাপন্ন ব্যক্তি বিরল।

সভায় আলোচকবৃন্দ প্রয়াত ডা. ঝন্টু লাল দাশের পারলৌকিক মঙ্গল কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বক্তাগণ বলেন, ডা. ঝন্টু লাল দাশের স্মৃতি ভোলার নয়। তিনি আমাদের মনের মনিকোঠায় জাগরুক থাকবেন অনাদিকাল।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs