রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের লাখাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম তুফান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ভাদিকারা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
রোববার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের ভাদিকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী স্বাধীন মিয়া (২৫)। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার উপ-পরিদর্শক দেবাশীষ তালুকদার জানান, নজরুল ইসলাম তুফান ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কার্নিভালে কর্মরত ছিলেন। কাজ শেষে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাদিকারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। আহত অবস্থায় আরেক মোটরসাইকেল আরোহী স্বাধীন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।