মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০২:৫৫ অপরাহ্ন

লাখাইয়ে সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার শাহাজান চিশতী আর নেই। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিল্লাল আহমেদ লাখাই ( হবিগঞ্জ )প্রতিনিধি, লাখাই উপজেলার মুড়িয়াউক   গ্রামের সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা উপজেলার সর্বজন স্বীকৃত সাদা মনের মানুষ  পরিচিত প্রিয় মুখ   গাজী শাহজাহান চিশতী  মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার দিবাগত রাত ৩ টার দিকে  উপজেলা মুড়িয়াউক গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে  আক্রান্ত হয়ে   তিনি মারা যান।  সোমবার দুপুর ২ টায় মুড়িয়াউক মাদ্রাসা মাঠে জানাজা নামাজ রাষ্ট্রিয় মর্যাদা দাফন করা হয়।
লাখাই  উপজেলা নির্বাহী অফিসার  নাহিদা সুলতানা  উপস্থিতিতে লাখাই  থানার ওসি মোঃ নুনু মিয়ার  নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময়  উপজেলার রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম , ।
নামাজে জানাজায় অংশগ্রহণ করেন লাখাই সহকারী কমিশনার ভূমি  মাসুদুর রহমান সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোর্শেদ কামাল লাখাই  ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান মোল্লা মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া ,বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম,, নুর মিয়া,  লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মোঃ আলী নোয়াজ  সহ-সভাপতি এম,এ ওয়াহেদ,  আশীষ দাশগুপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ,সহ সভাপতি  মোঃ মহিউদ্দিন আহমেদের রিপন ,লাখাই উপজেলা প্রেসক্লাব  সভাপতি আবুল কাশেম, উপজেলা  অনলাইন প্রেসক্লাব সভাপতি   সভাপতি মহসিন  সাদেক, সাংবাদিক মাসুদ রানা, কামরুল হাসান সুজন, ইয়াকুব হাসান অন্তর , লাখাই সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান শাহিন মোল্লা,  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাজান  চিশতিকে মুড়িয়াউক  কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।   মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা ও চার পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.