মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ পূর্বাহ্ন

লাখাইর আলমগীরের দেয়া হলো না প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদকঃ লাখাইয়ে বজ্রপাতে আলমগীর হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে (২০ মে) ধানের খলায় ঘুরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয় তার। নিহত আলমগীর উপজেলার রাঢ়িশাল গ্রামের মকসুদ আলীর ছেলে। শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেয়ার কথা
ছিল তার।
নিহতের চাচা মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার ভোররাতে রাঢ়িশাল পশ্চিম এলাকায় খলাতে ধানের স্তুপ ঘুরতে যান আলমগীর। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.