মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন

লাখাইয়ে অভিযানে পিতা-পুত্রসহ গ্রেপ্তার ৫

লাখাই প্রতিনিধি, হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে পিতা-পুত্রসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

লাখাই থানার এএসআই আবেদ আলী ও এএসআই আব্দুল কদ্দুছ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার মশাদিয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুস ছওারের ছেলে ছপিল মিয়া (৬০) ও তার ছেলে মো. ফারুক মিয়াকে (৩৬), অপর অভিযানে এসআই সোহাগ ফকিরের নেতৃত্বে মধ্য সিংহ গ্রামে অভিযান চালিয়ে মৃত রাজা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও তার ছেলে রাসেনুর ইসলাম প্রকাশ রানা মিয়াকে (২৮) এবং হাছানুর রহমানকে (২০) গ্রেপ্তার করেন।

বুধবার (৩ আগস্ট) আসামিদের হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.