শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ লাখাইয়ে ৪র্থ ধাপে অনুষ্ঠিত ৬টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দুটিতে নৌকা এবং ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। স্বতন্ত্রদের মধ্যে দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থী এবং বাকি দুটি আওয়ামী লীগের বিদ্রোহী।
গতকাল রাতে উপজেলা পরিষদ হল রুমে বেসরকারীভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও লাখাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান।
তিনি জানান, ১নং লাখাই ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে ৬০০৬ ভোট পেয়ে আরিফ আহমেদ রুপন, ২নং মোড়াকরি ইউনিয়নে ৬০৫১ ভোট পেয়ে মোটরসাইকেল
প্রতীক নিয়ে ফয়সল মোল্লা, ৩নং মুড়িয়াউক ইউনিয়নে আনারস প্রাতীক নিয়ে ৩৯৪৫ ভোট পেয়ে মো. নোমান মিয়া, ৪নং বামৈ ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে ৪৬৩২ ভোট পেয়ে আজাদ হোসেন ফুরুখ, ৫নং করাব ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৫১৫৮ ভোট পেয়ে মো. আব্দুল কদ্দুস এবং ৬নং বুল্লা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৪৬৩৩ ভোট পেয়ে এডভোকেট খোকন গোপ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।