রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের লাখাইয়ে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম রায়, কৃষি কর্মকর্তা শাকিল খোন্দকার, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, আব্দুল মতিন ও আবুল কাসেম। সভায় উপস্থিত বক্তৃতা ও প্রোগ্রামিং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।