শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন

খবরের শিরোনাম:

লাখাইয়ে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ শুরু

শাহীন মোল্লা, লাখাই থেকে,হবিগঞ্জের লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অ্যাডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও অ্যাডভোকেসি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শুরু হয়।

অ্যাডভোকেসি নেটওয়ার্ক লাখাই কমিটির চেয়ারম্যান মো. বাহার উদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষণের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দীন।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, খ্রিশ্চিয়ান এইড এর অ্যাডভোকেসি ও কমিউনিকেশন অফিসার ইশিতা তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় ফ্যাসিলিটেটর মোহাম্মদ শাহজাহান মিয়া ও সহকারী ফ্যাসিলিটেটর সাইফুর রহমান চৌধুরী। প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণি-পেশার ২৫ জন সদস্য অংশ নেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs