মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৬ পূর্বাহ্ন

লাখাইয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

লাখাই প্রতিনিধি, হবিগঞ্জের লাখাইয়ে বিসিআইসি ও বিএডিসি’র ডিলার এবং খুচরা সার বিক্রেতাদের সঙ্গে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দীনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।

আলোচনায় অংশ নেন, বিসিআইসি ডিলার সমিতির সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিএডিসি ডিলার সমিতির সভাপতি মো. নূরুল হক, সাধারণ সম্পাদক মুশাহিদ আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক সম্পদ রায় ও খুচরা সার ব্যবসায়ী নূরুল ইসলাম সাফি।

সভায় বক্তারা বলেন, লাখাইয়ে একসময় বোরো মৌসুমে সারের চাহিদা বেশি থাকলেও অন্য মৌসুমে সারের চাহিদা কম ছিল। কিন্তু আধুনিক প্রযুক্তির চাষাবাদের ফলে এবং ফসলের বহুমুখিতা ও প্যাটার্নভিত্তিক চাষাবাদের ফলশ্রুতিতে চাষাবাদের আওতা বহুগুণ বেড়ে যায়। এতে দিন দিন সারের চাহিদা বেড়েই চলেছে। বর্তমানে সারা বছর সারের চাহিদা রয়েছে। কিন্তু চাহিদার তুলনায় সারের বরাদ্দ অপ্রতুল।

বিদ্যমান বাস্তবতায় ডিলারদের যে বরাদ্দ দেওয়া হচ্ছে তা আরও বৃদ্ধি করার জন্য তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.