রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৯ অপরাহ্ন

লাখাইয়ে সালিশের দিনে ফের সংঘর্ষ, নারীসহ আহত ১২

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার করাব সিংহ গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সাইকুল ও আইকুল নামে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, ওই গ্রামের আহাদ মিয়ার পুত্র ইকবাল মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত পূর্ব বিরোধ চলে আসছিল হামিদ আলীর পুত্র সাইকুলের। এরই জের ধরে গত ৪ দিন পূর্বে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষ স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংসা করার দিন ছিল বুধবার। কিন্তু সালিশ বৈঠক হওয়ার পূর্বেই ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে অন্তত ১২ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মোশারফ মিয়া (৫২), আব্দুল হাকিম (৩০), আলামা বেগম (৫০), সাইকুল মিয়া (৩৫), আইকুল মিয়া (২৫), বাইজিদ মিয়া (১৮), আব্দুল মিয়াকে (৩৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs