মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ পূর্বাহ্ন

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

লাখাই প্রতিনিধি, হবিগঞ্জের লাখাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবু তালিব (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার(৩১ আগস্ট) দিবাগত ভোর রাতে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, রাতে একটি পিকআপ ভ্যানের চাপায় তার মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে আবু তালিব (৯০)।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। দুর্ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানার এস আই সাদরুল হাসান খান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল তৈরী করে লাখাই থানায় নিয়ে আসে। মৃতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

এস আই সাদরুল হাসান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.