শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ লাখাই উপজেলার ভোমাপুর থেকে গাঁজার গাছ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোমাপুর গ্রাম থেকে মো. রুহুল আমিনকে গাঁজার গাছ সহ গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও লাখাই থানা পুলিশের অভিযানে ভোমাপুর গ্রাম থেকে মো. রুহুল আমিনকে গাঁজার গাছ সহ গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
অভিযানে উপস্থিত ছিলেন- লাখাই থানার এসআই মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক নজিব আলী ও এসআই রফিক রেজা, এসআই রতন বাবু ও লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
গাঁজার গাছসহ মো. রুহুল আমিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ওসি সাঈদুল ইসলাম।