News
- ১৬ নভেম্বর, ২০২৩ / ৫৩ দেখেছেন
বিল্লাল আহমেদ লাখাই হবিগঞ্জ থেকে,লাখাই উপজেলার সাবরেজিস্ট্রার কার্যালয়ের সহকারী আব্দুল আজিজ ও মোহরার টুকুন কুমার দেব এর বদলি জনিত বিদায় অনুষ্ঠান এবং জয়ন্ত কুমার দেব এর লাখাই সাবরেজিস্টার অফিসে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (১৬ ) নভেম্বর দুপুর ২ ঘটিকার সময় লাখাই সাব রেজেস্ট্রারী কার্যালয়ের উদ্যোগে সাবরেজিষ্টার অফিসে
বদলি জনিত বিদায় সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাখাই সাব-রেজিস্টার মোঃ মিনহাজ উদ্দিন ও জয়ন্ত কুমার দেবের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লাখাই সাব রেজিস্টার অফিসের দলিল লেখক তাফাজ্জল হক পবিত্র গীতা পাঠ করেন টুকুন কুমার দেব।
বক্তব্য রাখেন দলিল লেখক হাজী মোহাম্মদ তৌহিদ মিয়া, শাহ আমজাদ হোসেন নয়ন, আব্দুস শহীদ, সাইফুজ্জামান খান, আব্দুল সালাম,, মোঃ আক্তার মিয়া, কাউসার আহমেদ ,টি সি আসমা আক্তার মোহরার চম্পা বেগম,, নকলবীশ শাকেরা বেগম,,।
আলোচনা শেষে বিদায়ী আব্দুল আজিজ ওমোহরার টুকুন কুমার দেব কে ক্রেস্ট প্রদান করা হয় এবং মোহরার জয়ন্ত কুমার দেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।