বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন

লোডশেডিং বন্ধের দাবি বাংলা‌দেশ দোকান মা‌লিক স‌মি‌তির

ক্নিজস্ব প্রতিবেদকঃ ষুদ্র ও অ‌তিক্ষুদ্র ব্যবসায়ী‌দের বৃহত্তর স্বা‌র্থ বিবেচনায় লোডশেডিং বন্ধ করার দাবি জানিয়েছে বাংলা‌দেশ দোকানমা‌লিক স‌মি‌তি। একই সঙ্গে মা‌র্কেট ও ‌বিপণিবিতান দুপুর ১২টা থে‌কে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুরোধ জানায় সংগঠনটি।

বৃহস্প‌তিবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজা‌রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দা‌বি ক‌রেন সংগঠ‌নটির সভাপ‌তি মো. হেলাল উ‌দ্দিন।

তিনি ব‌লেন, বর্তমানে রাত ৮টার মধ্যে দোকান পাট বন্ধ করা এবং দৈনিক এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং, দেশের ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘মড়ার উপর খাড়ার ঘাঁ’ হ‌য়ে দাঁড়ি‌য়ে‌ছে। যা প্রধানমন্ত্রী ঘোষিত ব্যবসাবান্ধব বাংলাদেশ গড়ার পথে একটি বড় প্রতিবন্ধকতা।

তি‌নি জানান, গত ২০ জুন থেকে মার্কেট, বিপণিবিতান ও দোকানগু‌লো রাত ৮টার মধ্যে বন্ধ করতে হচ্ছে। বর্তমানে মাগরিবের নামাজ শেষ হয় সন্ধ্যা ৭টা ১৫ মিনি‌টে। রাত ৮টায় দোকান পাট বন্ধের কারণে প্রায় ৬০-৭০ ভাগ দোকানে বেচা‌কেনাই শুরু হয় না। কিন্তু দোকান মালিকদের কর্মচারী খরচ, বিদ্যুৎ বিল ও দোকান ভাড়াসহ অন্যান্য খরচ বহন করতে হচ্ছে। এতে চরম অর্থ সংকটে পড়েছেন ব‌লে দা‌বি করেন হেলাল উদ্দিন।

সংবাদ স‌ম্মেল‌নে দোকান মা‌লিক‌দের পক্ষ থেকে চারটি দাবি জানা‌নো হয়। দাবিগু‌লো হ‌লো—

লোডশেডিং বন্ধ করা,
মা‌র্কেট, ‌বিপণিবিতান ও দোকানপাট দুপুর ১২টা থে‌কে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা,
অফিস টাইম সকাল সা‌ড়ে ৭টা থে‌কে বিকাল ৩টা পর্যন্ত করা
শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূ‌চি সকাল ৯টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত করা।

সংগঠনটি মনে করে, এসব উদ্যোগ নি‌লে যানজট কমে আসবে, কর্মঘণ্টা বাড়‌বে, জ্বালানি তেল সাশ্রয় হ‌বে।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ দোকান মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব জ‌হিরুল হক ভুঁইয়া, চট্টগ্রাম মহানগরের দোকান মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি সালামত আলীসহ বি‌ভিন্ন বিভাগীয় দোকান মা‌লিক‌ সমি‌তির নেতারা।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.