রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ,শহরতলীর ২নং পুল এলাকায় গৃহবধুকে গণধর্ষণ মামলার মুলহোতা কাউছার মিয়াকে (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত¡ও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাউছার মিয়া শহরতলীর মোহনপুর এলাকার তৈয়ব আলীর ছেলে।
জানা যায়, গত ২৫ আগষ্ট রাতে শহরতলীর ২নং পুল এলাকায় চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামের জনৈক গৃহবধুকে আটকে রেখে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ২৮ আগষ্ট ওই গৃহবধু বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এরপর ওই মামলার প্রধান আসামী শহরের মোহনপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে কাউছার মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল রাতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধ চত্ত¡র এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।