শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন

শহরে ও মাধবপুরে ৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ শহরে ও মাধবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ওজনে কম দেয়া ও আন্ডারগ্রাউন্ড কেলিভিশন চার্টের লাইসেন্স না থাকার অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা পরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালান। ভ্রাম্যমান আদালতের বিচারকের দায়িত্ব
পালন করেন র‌্যাব সদর দপ্তরের ম্যাজিস্টেট নাদির সাহা ও বিএসটিআইয়ের সিলেট বিভাগীয় পরিদর্শক মো. ইয়াছির আরাফাত।
ম্যাজিস্টেট নাদির সাহা জানান, সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার আদি গোপালে অভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে জয়গোপাল মিস্টান্ন ভান্ডারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে শায়েস্তাগঞ্জ মা ফিলিং স্টেশনকে অভিযান চালায় র‌্যাব। পেট্রোল ও অকটেন পরিমাণে কম দেয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিকাল ৫টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর ফিলিং স্টেশন ও আল আমীন সিএনজি ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড কেলিভিশন চার্টের লাইসেন্স না থাকায় দুটিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs