সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ শহরের গার্নিং পার্ক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১২টি বসত ঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে মাটির চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দমকল বাহিনী সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ওই এলাকার গোলাম মস্তোফার বাসায় আগুনের সূত্রপাত হলে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। মুহুর্তের মাঝে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১২টি টিনসেট ঘর ও একটি সেমি পাকা ঘরের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও ব্যকস সভাপতি শামছুল হুদাসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।