বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন

শাবিপ্রবিতে নবীনবরণ ২০ মার্চ, ক্লাস শুরু ২১ মার্চ

নিজস্ব প্রতিবেদকঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে আগামী রোববার (২০ মার্চ)। এরপর সোমবার (২১ মার্চ ) থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে।

রবিবার (১৩ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ। ড.মুশতাক আহমেদ বলেন, গত ৮ মার্চ আমাদের বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে আগামী ২০ মার্চ (রবিবার) শিক্ষার্থীদের অরিয়েন্টেশন এবং ২১ মার্চ (সোমবার) থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি থেকে শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এতে ‘এ-১’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিট মিলিয়ে ১৫৮৭টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs