সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার গণঅনশনে বসতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শনিবার (২২ জানুয়ারি) রাত আটটা থেকে তারা এই গণঅনশন কর্মসূচি শুরু করবেন বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যার এক সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান। যতদিন পর্যন্ত শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ পদত্যাগ করছেনও ততদিন তাদের অনশন চলবে বলেও জানান তিনি।
ইতোমধ্যে গণঅনশনের জন্য তিনজন শিক্ষার্থী নিজেরদের নাম প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।