মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক দ্বিখণ্ডিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে বিনয় পাল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত বিনয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার কুতুবের চক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

রেলপুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে কুতুবেরচক এলাকায় পৌছলে ট্রেনের নীচে কাটা পড়েন বিনয় পাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠিয়েছি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.