বুধবার, ০৭ Jun ২০২৩, ০২:৩২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে রাসেল হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কটন মিল কর্মী রাসেল মিয়া হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী

শনিবার (১৩ মে) বিকালে উপজেলার লাদিয়া তেঁতুলতলা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, রাসেল মিয়াকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটনোর সাহস না পায়।

উল্লেখ্য, গত ৬ মে বিকালে কর্মস্থল অলিপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রাসেল মিয়া (৩২)। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১০ মে শায়েস্তাগঞ্জ থানায় নিখোঁজের বিষয়টি অবগত করেন তার পরিবার। এর পরদিন ১১ মে চুনারুঘাট উপজেলার শাহজীবাজারের দুর্গম পাহাড়ি এলাকার সেগুন বাগান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।

এ ঘটনায় নিহত রাসেল মিয়ার মা বাদি হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাসেল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs