মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ।। শায়েস্তাগঞ্জে সার্বজনিন পেনশন স্কিম বিধিমালা -২০২৩ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা উপজেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুল নাঈম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা নাহিদ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার,
আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান,ডিগ্রী কলেজের অধ্যাপক গাজী গোলাম মোস্তফা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রত, মৎস্য কর্মকর্তা কনিক শর্মা, উপজেলা সমবায় অফিসার ইসমাইল তালুকদার,স্বাস্থ্য কেন্দ্র আরএমও সাইফুল্লাহ, ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক নুরুল হক, সাংবাদিক জালাল উদ্দিন রুমি , সাংবাদিক মামুন চৌধুরী, কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ প্রমুখ।
সার্বজনিন পেনশন স্কিম বিধিমালা সরকারের আধুনিক ও কল্যাণকারী রাষ্ট্র বিনির্মাণে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সকল শ্রেনী পেশার মানুষের সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বলিষ্ঠ ভুমিকা পালন করবে।
এ পেনশন স্কিম বিধিমালা -২০২৩ এর সুফল পাবে দেশের সকল পর্যায়ের সাধারণ মানুষ।