মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন
মুহিন শিপনঃ শায়েস্তাগঞ্জে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকের উদ্যোগে ৬০ জন হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন লায়ন প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম শীতল এর সঞ্চালনায় ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর সৈকত শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজাল আলী , সাবেক সভাপতি আব্দুর রকিব প্রমুখ। এসময় বক্তারা এই মহতী উদ্যোগ গ্রহন করার জেএসসি ইউকেকে ধন্যবাদ জানান।