মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০২:৫৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

নিজস্ব প্রতিবেদকঃ শায়েস্তাগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অদিতি রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার ও সূচনা কর্মসূচি হবিগঞ্জের পুষ্টি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, সাংবাদিক মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ তালুকদার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, উপজেলা একাডেমীক সুপারভাইজার জগদীশ দাস তালুকদার, সিএনআরএস হবিগঞ্জ সংস্থার টেকনিক্যাল অফিসার মোঃ জসিম উদ্দিন তালুকদার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ প্রমূখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.