বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১০:৪৪ অপরাহ্ন
মোঃ রিয়াজ আলী পিংকন শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় শায়েস্তাগঞ্জ শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর অনুদান প্রদান অনুষ্ঠান ৫ আগস্ট সন্ধ্যা । এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুস শহীদ। শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নদী বাসার ছাদে খেলা করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুটি পা হারায়। তার মনোবল উৎসাহ ও পরিবারের প্রতি সহানুভূতির জায়গা থেকে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর মাধ্যমে বিলাত প্রবাসী ফখরুল আলম তাকে নগদ অর্থ প্রদান করেন। একই সাথে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য তার পাশে যতরকম সহযোগিতা লাগে সব রকম সহযোগিতা করা হবে বলে সেই ঘোষণা প্রদান করা হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে মোঃ ফখরুল আলম, শায়েস্তাগঞ্জ ইউকে সমিতির কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া,সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, শায়েস্তাগঞ্জ ইসলামিয়া একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, সুবহে সাদেক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ, সংগঠনের কোষাধ্যক্ষ আহমদ দুলাল মিয়া, সদস্য জনাব হারুনুর রশিদ, প্রভাষক শাহাবুদ্দিন, জনাব তুহিন আলম, ও নদীর পরিবারের তার পিতা ও মাতা সহ নদী।