মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:৪০ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় চিহ্নিত অপরাধীদের গ্রেফতারের নির্দেশনা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র এমএফ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক কামাল, র‌্যাব এর প্রতিনিধি জাহেদ আহমেদ, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, বুলবুল খান ও মোঃ মুখলিছ মিয়া।
দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত রঞ্জন দাশ মন্টু, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাদশা আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত হয়ে মতামত ব্যক্ত করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs