রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর প্রাণ কোম্পানীর প্রধান ফটকের সামনে সোহেল মিয়া (৩০) নামের এক ব্যক্তি বিদ্যুতস্পৃষ্ট হয়েছেন। এতে তার পুরো শরীর ঝলসে যায়। গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে কাতরাতে থাকলেও তাকে হাসপাতালে নিয়ে আসতে কেউ এগিয়ে আসেনি। পরে দুই যুবক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দূর্ঘটনা ঘটে। সে অলিপুর গ্রামের মানিক মিয়ার পুত্র। জানা যায়, সে ওই সময় প্রাণ কোম্পানীর প্রধান ফটকের সামনে বৈদ্যুতিক তারে অসাবধনতাবশত হাত দিয়ে দেয়। এতে তার পুরো শরীর ঝলসে যায়। হবিগঞ্জ সদর হাসপাতালে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।