বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে জমে উঠেছে পশুর হাট

ইশতিয়াক শোভনঃ শায়েস্তাগঞ্জ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে বসছে কোরবানীর পশুর হাট। এসব হাটগুলোতে অনেক গরু আনা হয়েছে। তবে গরুর দাম অনেক বেশী হওয়ায় এবং ক্রেতা ও কম থাকায় আশানোরুপ বেচা কেনা হচ্ছে না ফলে বিপাকে পড়েছেন গরুর খামার মালিক ও মৌসুমি গরু বিত্রেতারা। তার বলছেন বর্তমানে গোখাদ্যেও দাম অনেক বৃিদ্ধ পাওয়ায় তাদেরকে বাধ্য হয়েই বেশী দামে গরু বিক্রি করতে হচ্ছে। কিন্তু হাটে ক্রেতা কম থাকায় বিক্রেতারা আশানোরুপ কেনা বেচা করতে পারছেন না।

অন্যদিকে, ক্রেতারা তাদের সাধ্যর মধ্যেই কম দামে পছন্দেও গরু খুঁজছেন। বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ পৌর শহরের থানা সংলগ্ন মাঠে পৌরসভা পরিচালিত কুরবানীর পশুর হাটে গিয়ে দেখা যায়, দেশী গরু দিয়ে ভরে উঠেছে কোরবানির পমুর হাট। কিন্তু তুলনামুলক ক্রেতা কম থাকায় বিক্রেতারা আশানোরূপ কেনা বেচা করতে পারছেন না। গরু বিক্রি করতে আসা মোঃ মিলাত তালুকদার, মকসুদ মিয়াসহ কয়েক জন খামারি জানান, বর্তমানে গোখাদ্যর দাম বৃদ্ধি পাওয়ায় তাদের গরু পালনে ব্যাপকহারে খরচ বৃদ্ধি পেয়েছে।

এ কারণে তাদেরকে বেশী দামে গরু বিক্রি করতে হচ্ছে। স্থানীয় কৃষকদের পাশা পাশি কোরবানীর পশু ব্যবসায়ীরাও হাটে গরু ছাগল ও ভেঁড়া নিয়ে আসছেন।

শায়েস্তাগঞ্জের হাটে মৌসুমি ফরিয়া ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া বলেন, ২টি গরু বাজারে নিয়ে এসেছি কিন্তু ক্রেতার অভাবে একটি গরু ও বিক্রি করতে পারিনি। তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এ বছর গরুর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এ কারণে গরুর বেচা কেনা গত বছরের তুলনায় এ বছর অনেক কমে গেছে।

তবে বড় গরুর তুলনায় মাজারি সাইজের গরুর চাহিদা রয়েছে। এবছর উপজেলার কেশবপুর, সুতাংবাজার, শায়েস্তাগঞ্জ পৌরসভা ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজসহ মোট ৪টি স্থানে কোরবানীর পশুর হাট বসানো হয়েছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ পৌর পশুর হাটের ইজারাদার মোঃ সোহেল মিয়া জানান, হাটে গরু কেনা বেচা ভালই হচ্ছে। তবে এখন ও ক্রেতারা বাজার যাচাই করছেন সে কারণে, পশু বিক্রি তুলনামুলক ভাবে কম হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে বলেন, উপজেলায় ৪৯টি খামার রয়েছে। খামার গুলো প্রাণি সম্পদ বিভাগের আওতায় নিবন্ধীত রয়েছে। এর মধ্যে ১৫শ ৪৩টি গরু ও ষাঁড় এবং ৫শ ৪৯টি ছাগল ও ভেঁড়া কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।

খামারিরা প্রাণি সম্পদ বিভাগের পরামর্শে স্বাস্থ্যসম্মত ভাবে তাদের পশুগুলো লালন পালন করেছেন। এবার গোখাদ্যের দাম বেশী হওয়ায় পশুর দাম ও বেশী। তাই খামারিদের লোকশানের আশংকা নেই।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs