শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৭:২০ অপরাহ্ন

খবরের শিরোনাম:

শায়েস্তাগঞ্জে ট্রাক্টর উল্টে চালক নিহত

দেলোয়ার ফারুক তালুকদারঃ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সংলগ্ন শিমুলতলা গ্রামের সুহেল মিয়া (৩৫) নামের এক ট্রাক্টর চালক নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুহেল মিয়ার পরিবার সূত্রে জানা যায়, তিনি উল্লেখিত স্থানে জমি চাষাবাদ শেষে বাড়ী ফেরার পথে নিচু জমি হতে উচু রাস্তায় উঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন তার পরিবারে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখতে স্থানীয় ও আশপাশের এলাকার শতশত নারী পুরুষ ভিড় জমান। স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই, ২ পু ও ২কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সুহেল মিয়া চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার পুত্র। তার জানাজার নামাজ আজ মঙ্গলবার সকাল ১১টায় উবাহাটা শাহজালাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs