মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় এক র‌্যাব সদস্য নিহত, আহত ১

দেলোয়ার ফারুক তালুকদারঃ শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী পেট্রোল পাম্প এলাকায় সড়ক দূর্ঘটনায় মাহমুদুল হাসান(২২) নামের র‌্যাব-৯ এর এক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও তার সাথে থাকা সাখাওয়াত হোসেন (২৫) নামে আরেক সদস্য গুরুতর আহত হন। গতকাল শনিবার রাত ৮টার দিকে পুরান বাজার নতুন ব্রীজ সড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার শহীদ মোহাম্মদ সামসুজ্জামান র‌্যাব সদস্য মাহমুদুল মৃত ঘোষণা করেন। তিনি জানান, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ ছাড়া সাখাওয়াতের অবস্থাও আশংকাজনক। তাকে দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ র‌্যাব কার্যালয়ের কমান্ডার নাহিদ হাসানসহ র‌্যাব সদস্যরা সদর হাসপাতালে ছুটে আসেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয়রা জানায়, মোটর সাইকেলযোগে র‌্যাব সদস্য মাহমুদুলহাসান ও সাখাওয়াত হোসেন প্রয়োজনীয় কাজে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লেখিত স্থানে পৌঁছলে একটি পিকআপ তাদেরকে চাপা দিলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। নিহত মাহমুদুল হাসানের বাড়ি খুলনা জেলায়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় সাখাওয়াতকে রাতেই হেলিকপ্টার যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রাত ১০টার দিকে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর সিইউসহ উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs