শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৭:২০ অপরাহ্ন

খবরের শিরোনাম:

শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে ক্রিকেটার ঝন্টুর মৃত্যু

ইশতিয়াক শোভনঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে কৃতি ক্রিকেটার দেলোয়ার হোসেন ঝন্টু মারা গেছেন।

রবিবার (৬ মার্চ) দুপুর আড়াইটায় উপজেলার নছরতপুর বাজারে নিজ মার্কেটের ছাদে উঠলে অসাবধানবশত বিদুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্তায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্তায় তিনি মারা যান।

নিহত ক্রিকেটার দেলোয়ার হোসেন ঝন্টু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের জাতীয় ফুটবল দলের খেলোয়ার মরহুম মোক্তার হোসেন এর ছেলে।

উল্লেখ্য, নিহত ক্রিকেটার ঝন্টু জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলার নাজমুল হোসেনের বড় ভাই।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিহত দেলোয়ার হোসেন ঝন্টুর চাচাত ভাই সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু।

তার মৃত্যুতে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs