মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:২৪ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কিতাব আলী’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নছরতপুরে বীর মুক্তিযোদ্ধা কিতাব আলী ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কিতাব আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা কিতাব আলীর দাফনের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুল রশিদ তালুকদার ইকবাল, উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম, নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল শহিদ, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুল আলী, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া, বীর মুক্তি যোদ্ধা নূর মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৬ আগষ্ট শুক্রবার ভোর ৫.১৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে পাঁচ ছেলে এক মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
উল্লেখ্য, গত ১৯ আগষ্ট শুক্রবার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেইট সংলগ্ন মা- ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও ইমা গাড়ি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা কিতাব আলী গুরুতর আহত হন। গত এক সপ্তাহ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs