শুক্রবার, ০২ Jun ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবসে গল্প বলার আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে র্যালী শেষে গল্প বলার আসর অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন। বক্তব্য রাখেন প্রাথমিকে উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মেহেরুন নাহার, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। এতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।