বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন
ইশতিয়াক শোভনঃ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) উপহার পেলেন প্রতিবন্ধী দুঃস্থ ও অসহায় দুইশতাধিক শীতার্ত।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) বিকেলে শায়েস্তাগঞ্জ থানার নতুন ভবন প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুনাক হবিগঞ্জের সভানেত্রী মিসেস তাহেরা রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল।
উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সুজন পৌর শাখার সভাপতি মোঃ আব্দুর রকিব, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ ডটকমের সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জমির আলী, আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, সাংবাদিক মুহিন শিপন, পুনাকের নারী নেত্রীরা ও থানার অফিসারবৃন্দ।