মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৭:২৭ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম। মঙ্গলবার(১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সহসভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সভাপতি আব্দুর রকিব, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন, শাহ হুমায়ূন কবীর, জালাল উদ্দিন রুমি, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন টিটু, মাসুক ভান্ডারী, হামিদুল হক বুলবুল, আব্দুল হক রেনুসহ আরো অনেইে। নবাগত ইউএনও নাজরাতুন নাঈম বলেন, স্বচ্ছতা-জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত উপজেলা গঠনের জন সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি বিভিন্ন তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান সাংবাদিকদের। এর আগে সকাল ১০টায় বীরমুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন নবাগত ইউএনও নাজরাতুন নাঈম।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs