রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ শায়েস্তাগঞ্জে মোঃ দুর্জয় আহমেদ উজ্জ্বল নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী। উজ্জ্বল জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের মোঃ তৈয়ব আলীর ছেলে। বুধবার বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই মোহাম্মদ জসিম উদ্দিন, এএসআই মোঃ এবি সিদ্দিক, এএসআই লিটন চন্দ্র পালসহ একদল পুলিশ অভিযান চালায়। এ অভিযানে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর এলাকা থেকে উজ্জ্বল গ্রেফতার হয়।