রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ অপরাহ্ন
দেলোয়ার ফারুক তালুকদারঃ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে ৯ম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে পন্ড করে দিয়েছেন ওসি অজয় চন্দ্র দেব। গতকাল শুক্রবার দুপুরে নুরপুর গ্রামে অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রী প্রাপ্ত বয়স্ক না হওয়ায় বিয়েটি পন্ড করে দেয়া হয়। একই তাদের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে তাদের কাছ থেকে মুচলেখা নেন ওসি। ওসি অজয় চন্দ্র দেব জানান, ওই গ্রামের আলামিন মিয়ার কন্যা নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার আয়োজন করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে তিনি সেখানে অভিযান চালান। বিয়েটি ঠিক করা হয়েছিল একই গ্রামের সাদ্দাম মিয়া নামে এক যুবকের সাথে। পরে তিনি জন্মনিবন্ধন যাচাই করলে দেখতে পান ওই স্কুল ছাত্রীর বিয়ের বয়স হয়নি। তাই বিয়েটি পন্ড করে দেয়া এবং অভিভাবকদের কাছ থেকে মুচলেখা আদায় করেন।