মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ ইউপিতে বিদ্রোহী বুলবুল’র বিশাল জয়

ইশতিয়াক শোভনঃ শায়েস্তাগঞ্জ উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ বুলবুল খাঁন। তিনি আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৬৬ ভোট পেয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান
৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষণাকৃত ফলাফল থেকে জানা যায়, চেয়ারম্যান পদে বুলবুল খাঁন আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৫ হাজার ৬৬ টি। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুস সামাদ নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২ হাজার ১ শ ২৪ ভোট। এছাড়াও লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ মুখলিস মিয়া ১৫০ ভোট, আমিন আহম্মেদ খাঁন রাজিব ঘোড়া প্রতীক নিয়ে ৪২১ ভোট এবং আসমা আক্তার লাকি চশমা প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়েছে। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে সংরক্ষিত ওয়ার্ডে ১,২,৩ নং ওয়ার্ডে আয়েশা আক্তার লাকি ১ হাজার ১ শ ৭৬ ভোট, ৪,৫,৬ নং ওয়ার্ডে লাকি আক্তার ৯ শ ১৯ ভোট, ৭,৮,৯ নং ওয়ার্ডে নার্গিস আক্তার ১ হাজার ৩ শ ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৪৬৮ ভোট পেয়ে আব্দুস সালাম, ২ নং ওয়ার্ডে ৩০৯ ভোট পেয়ে শামিমুর রহমান, ৩ নং ওয়ার্ডে ২৭১ ভোট পেয়ে খলিলুর রহমান, ৪ নং ওয়ার্ডে ৩৪২ ভোট পেয়ে এখলাছুর রহমান, ৫ নং ওয়ার্ডে ৩৭৯ ভোট পেয়ে খলিল মিয়া, ৬ নং ওয়ার্ডে ৩২৬ ভোট পেয়ে সাদেক মিয়া, ৭ নং ওয়ার্ডে ৩৫১ ভোট পেয়ে আঃ শহীদ, ৮ নং ওয়ার্ডে ৪৯০ ভোট পেয়ে আঃ আমিন দুলাল এবং ৯ নং ওয়ার্ডে ৩৮০ ভোট পেয়ে তাজল মিয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ৯ শ ৮২ জন। এর মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৭ হাজার ৮ শ ৩২ টি। বাতিল হয়েছে ১২ টি ভোট।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs