মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুরুজ মিয়া আর নেই

ইশতিয়াক শোভনঃশায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমেরিকা প্রবাসী প্রফেসর সুরুজ মিয়া আর নেই। শুক্রবার আমেরিকার নিউজার্সিতে বাংলাদেশ সময় গতকাল শনিবার সকাল ৯টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মরহুমের জানাজার নামাজ রবিবার আমেরিকার নিউজার্সিতে অনুষ্ঠিত হবে এবং সোমবার সেখানেই দাফন করা হবে। তিনি ২ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেরকে গেছেন। মরহুমের বড় ছেলে আরিফ মইনুদ্দিন ও ছোট ছেলে শরীফ মইনুদ্দিন মান্না লন্ডন এবং একমাত্র মেয়ে রোকসানা ইয়াসমিন জেনি আমেরিকাবসবাস করছেন।
প্রফেসর সুরুজ মিয়ার গ্রামের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে। তিনি হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। বিগত কয়েক বছর পূর্বে তিনি স্ব-পরিবারে আমেরিকা চলে যান।
প্রফেসর সুরুজ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও শায়েস্তাগঞ্জ বাণী সম্পাদক প্রকাশক মঈনুল হাসান রতন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.