শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ইশতিয়াক শোভনঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) থানা সংলগ্ন নাজমা কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সিনিয়র এএসপি (মাধবপুর সার্কেল) মুরাদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানাজার মোস্তাক আহমেদ চৌধুরী, জেনারেল ম্যানাজার মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, ওসি তদন্ত মোরশেদ আহমেদ, আর এফ এল এর এডমিন ম্যানাজার সাইফুর রহমান সাইফ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজাল আলী, সাবেক সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিন শিপনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এর আগে এলাকাবাসিসহ দেশ তথা সমগ্র বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs